শুনি_আব্দুর_রহিমের_কষ্টের_কাহিনী….
১১ বছরের বালক আ: রহিম পাওয়ার ওয়ালা( Pathological Myopia) চশমা পড়ত, এদের রেটিনায় কিছু সমস্যা থাকে, এমনকি রেটিনা ছিঁড়েও যায়।
যথারীতি আ: রহিমের ডান চোখ ৩/৪ বছর আগে ছিড়ে যায়, একটা হাসপাতালে অপারেশন হয় কিন্তু শেষ পর্যন্ত চোখটা অন্ধ হয়ে যায়।
২০২০ সালের আগষ্ট মাসে আ:রহিমের বাম চোখের রেটিনাও ছিড়ে যায়, এতিম অন্ধ ছেলেটিকে নিয়ে অসহায় মা,অল্পবয়সী বড় ভাই আমার কাছে আসে এবং আমি ছেলেটাকে অপারেশন করি । আমার মনে হয় কি পরিমান যে আল্লাহকে ডেকেছি, বাকী চোখটা যেন অন্ধ না হয়ে যায় ।
অবাক হয়েছি, ছেলেটা নাকি প্রায় ৬ মাস বাসার বাইরে যায় নাই, একটাই ভয় যদি কারো সাথে আঘাত লাগে, আবার অন্ধ হয়ে যায়, কারন অপারেশন পরবর্তি ভাল দেখত ।
মাঝে মাঝে ওকে দেখেছি, চিকিৎসা দিয়েছি, আমার ফলোআপে আছে, আজকে ওর দৃষ্টি ৬/৯ ( প্রায় ৯০ ভাগ), সচরাচর এমন দৃষ্টি আমরা পাই না, রেটিনা জোড়া লাগার পর ।
সবার কাছে দোয়া প্রার্থী , আল্লাহতায়ালা যেন মৃত্যু পর্যন্ত আ: রহিমের চোখটা ভাল রাখেন ।